যদি ইচ্ছে হয় তবে ফুল দিও
কাঠগোলাপ কিংবা শরীরের তাপ!

যদি ইচ্ছে হয় তবে হাসি দিও
আমি একফালি চাঁদ হবো।

যদি ইচ্ছে হয় তবে আধার হইও
আমি আলো জ্বালিয়ে খুঁজে নিব।

আধার আলোয় দেখবো তোমায়
রাখবো নয়ন পানে।

যদি ইচ্ছে হয় তবে ভালো বেসো
ভালোবাসা এক অক্ষীয় শক্তি
অন্তহীন আশা।

যদি ইচ্ছে হয় তবে ফুল দিও
কাঠগোলাপ কিংবা শরীরের তাপ।

যদি ইচ্ছে হয় _ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য