স্বরণই প্রেম, দিলের গহীনে সুর,
যতটুকু বুঝি, সেটুকু অধিক ঘুর।

প্রেমেই ভক্তি, অনন্ত আলোর ঝরা,
অচেনা পথে, চলে যায় সে দ্বারা।

ভক্তিতেই সাক্ষাৎ, প্রভুর অদৃশ্য চোখ,
ভক্তের মনে, বাজে অমৃত গল্পের তোক।

সাক্ষাৎতেই  মুক্তি, বন্ধন মোচনের গান,
জীবনের যাত্রা পৌঁছায় শেষের স্থান।

স্বরণ, প্রেম, ভক্তি— সবার মধ্যে বোধ,
সাক্ষাৎ হলেও, মুক্তি হয় প্রতিবোধ।


জীবনের সঞ্চার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য