যে পুরুষ নারীর কাছে কাঁদে,
সে কেমন মানুষ?
কি দুর্বল, অকৃতজ্ঞ,
নাকি ভালোবাসার মানুষ?

নারীর কোলে মাথা রেখে,
যে পুরুষ অশ্রুজল ফেলে,
সে কি ভীতু, হতভাগ্য,
নাকি সাহসী, দৃঢ়চেতা?

পুরুষের কাছে কাঁদা,
সে লজ্জা, অপমান,
নারীর কাছে কাঁদা,
সে ভালোবাসা, বিশ্বাস?
যে পুরুষ নারীর কাছে কাঁদে,
সে কেবল মানুষ।

যে পুরুষ নারীর কাছে কাঁদে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য