তোমার একদিনের যত্নে,
আমার জনম জনমের বাঁচার সাধ জাগে।
যেনো শীতের কম্বলে মোড়ানো উষ্ণতা,
অপার্থিব এক আশ্রয় যেন তোমার ভালোবাসায় মাখা।
তোমার স্পর্শের আভাসে
বেঁচে থাকার এই ক্ষুদ্র শ্বাসগুলো জেগে উঠে নতুন করে,
তোমার এক মুহূর্তের কাছে হারিয়ে যায়
আমার জীবনের সকল অপূর্ণতা, সকল বিষাদ।
হৃদয়ের গভীরে রাখা প্রতিটি স্বপ্ন
তোমার স্নেহের আদরে যেন পুনর্জন্ম পায়,
তোমার এক দিনের স্নেহে, যত্নে
আমার আত্মায় অনন্ত সুখের পরশ লাগে।
তোমার পাশে বেঁচে থাকি যেনো সব সময়
এক জীবনে, দুই জীবনে, কিংবা তারও পর।
তোমার একদিনের মায়ায় জড়ানো আমি
হয়ে উঠি জনম জনমের বেঁচে থাকার আনন্দে মাতোয়ারা। ♡
উৎসর্গ - শার্মিলা আক্তার।
জনম জনমের সাধ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য