সত্যিই খুব কষ্ট হয়,
যখন হৃদয়টা ভেঙে যায়
অদেখা বোঝার ভারে।
যে বোঝে সে বোঝে,
বাকিদের চোখে তা যেন
কেবলই এক খেলা।

আঘাতের শব্দ হয় নিঃশব্দ,
অশ্রুর জলে ভিজে যায় দিন।
মনের গভীরে বয়ে যায়
কষ্টের এক স্রোত,
যার তল কেউ ছুঁতে চায় না।
তারা শুধু দাঁড়িয়ে,
মজা লুটে হাসে।

তবুও আমরা বাঁচি,
অসহায় কষ্টকে বুকে নিয়ে।
অপরের মিথ্যে সহানুভূতির
অন্তহীন নাটকে
নিজেকে গুটিয়ে ফেলি,
তবুও মুখে রাখি একটাই মুখোশ—
সব ঠিক আছে!

কষ্টটা গভীর,
তবুও বয়ে বেড়াই।
যে বোঝে সে বোঝে,
আর বাকিরা?
তারা কেবল দেখেই যায়,
নাটকের আসরে হাততালি দেয়।


সত্যিই খুব কষ্ট হয় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য