ভালো না বাসলেই ভালো,
খুব কষ্ট ভালোবাসায়।
হৃদয় ভাঙার গল্পগুলো,
গোপন থেকেও, কিছুই তো আর লুকায় না।
বৃষ্টির দিনের সেই গান,
বিস্মৃতিতে মিলিয়ে যায়,
জানি না কেনো,
তবুও সবকিছু রয়ে যায়।
ভালো না বাসলেই ভালো,
অবিরাম যুদ্ধের শেষে,
কেবলই শূন্যতা—
হারানোর ভয় মিশে।
তুমি না থাকলে কি হত?
তোমার ছায়াও হয়তো ভুলে যেত,
জীবনের পথে সরে গেলে,
ভালো না বাসলেই হয়তো ভালো হত।
ভালো না বাসলেই ভালো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য