মাওলার ইশক যদি পাই,
হৃদয়ে বসন্তের ফুল ফোটে,
অন্ধকারের পথ ছেড়ে,
আলোয় ভাসতে পারি রোজ।

মাওলার প্রেমে যদি মরি,
জীবন হবে ধন্য মোদের,
জাগতিক লোভ আর দুঃখ সব,
মুছে যাবে চিরদিনের।

চোখে যদি দেখি তাঁকে,
মনের আকাশ হবে নির্মল,
শান্তি আর প্রেমের ছোঁয়ায়
ভরে উঠবে অন্তরজল।

তাঁর ইশকে পাগল হয়ে
চাই হারাতে নিজেকে,
সেই প্রেমের আলোয় মোরা
পারি খুঁজে নেয়া সৃষ্টিকে।

মাওলার ইশক যদি পাই,
এই প্রাণ হবে অমৃতসিন্ধু,
তাঁর ভালোবাসার বুকে মিশে
মুছে যাবে সব ব্যথার গন্ধু।