বিষাদের সিন্ধু যেখানে গভীর,
অশ্রুর ঢেউয়ে বাঁধা জীবন ধীর।
তবু একটুকু আলো চায় হৃদয়,
অন্ধকারে হারিয়ে যায় যেই মায়া।
তুমি এসো শান্তির গান গেয়ে,
বিষাদ মোছে প্রেমের আলো মেখে।
বেদনার পারেতে ফুটুক হাসি,
আলোয় ভরে যাক অন্তরের বাসি।
কেন এই দুঃখ, কেন এই ব্যথা?
জীবনের পথে ছায়ার কথা।
তবু ভোরে ঝরে শিশির কণা,
আনন্দ খুঁজে নেয় বুকের কোনা।
বিষাদের সিন্ধুতে রাখো না পা,
আনন্দের ফুল হয়ে ফুটো সবার জানা।
অশ্রুর স্রোতে ভেসে যাবে মন,
আনন্দে ভরুক জীবনের গান।
ফুল ফুটুক ধরণীর প্রতিটি কোণে,
জীবন হাসুক সব বিষাদ ত্যাগ করে।
সিন্ধু পারে আজ হোক সূর্যের আলো,
বিষাদের আকাশে ফুটুক রঙিন আলো।
বিষাদের সিন্ধু পারে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য