সুহাসিনি, কি নাম দেব তোমায়?
লিলাবতী, লজ্জাবতী, চন্দ্রাবতী, নাকি অনামিকা?
তুমি কি ধ্রুবতারা আকাশে ঝুলে থাকো,
নাকি ভোরের শিশিরে মিশে থাকা আভা?
তোমার চোখে যে নীরবতার ভাষা,
বুঝি না তার অর্থ, সে কেমন উপমা?
মৃদু হাসির ছায়ায় ছুঁয়ে গেলে মন,
কেমন করে ডাকবো তোমায়, সে যে এক মায়া ঘন।
তুমি কি নদীর স্রোত, যা চলে নিরবধি?
নাকি গন্ধের মতো ছড়িয়ে আছো বাতাসে নিরাভরণ?
নামহীন তুমি, তবু আমার কাব্যে,
তুমি অনামিকা, চিরকাল কাব্যের নিরালা।
তবে, কি নাম দেব তোমায়, এ প্রশ্নে মগ্ন হৃদয়,
যে নামেই ডাকবো, থাকবে তুমি অনন্যা, অনির্বচনীয়।
অনির্বচনীয়া - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য