লাশকাটা ঘরে আজও অন্ধকার,  
শীতল বাতাসের ঠান্ডা খোঁজে  
মৃতদেহের চারপাশে ঘনিয়ে আসে  
কোনও এক রাতের দীর্ঘ নিঃশ্বাসে।

শবগুলি সাজানো, সারি সারি সাদা  
শরীরের উপরেই যেন লেগে থাকে  
দাগগুলোও জমাট বাঁধা রক্তের ধারা,  
পথ ভুলে আসা ক্ষণিকের গল্প গাঁথা।

লাশকাটা ঘরে প্রতিটি ঘড়ির কাঁটা  
থেমে যায়, থেমে যায় সব হিসেব,  
এখানে কেউ আর নেই জীবনের গল্প বলার  
শুধু শোকের হাহাকার, আর শেষ বিদায়ের জ্বালাময়ী দাবানল।

নিঃশব্দে শোনা যায় চিতার ডাক  
যেন মৃত্যু ছুঁয়ে দেয় জীবনের স্পর্শ,  
আসছে, চলে যাচ্ছে কত দেহ, কত নাম,  
কেউ জানে না কাদের জন্য এ বেদনা বহমান।

অন্ধকারে মিশে যায় শীতল নীরবতা,  
শুধু বেঁচে থাকে কিছু প্রশ্ন, কিছু আঁধার—  
কেন এত তাড়াতাড়ি মৃত্যু ঘিরে আসে,  
কেন এত অশ্রু ঝরে এই লাশকাটা ঘরে।


লাশকাটা ঘরে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য