প্রীতি, প্রেম বিলাসী,
তোমার ছোঁয়া, এ যেন গোধূলির আলো,
মনের আকাশে মেখে দেয় রঙের মায়াজাল।
তোমার হাসি—চাঁদের কোমলতা,
তোমার চোখ—তারাদের কথা।
এক নিমেষে আঁকা হয় হৃদয়ের ক্যানভাসে,
তোমার মুগ্ধতায় বোনা যায় অজানা আশা।
তোমার ছোঁয়ায় হই দিশেহারা,
হৃদয়ের শহরে বাজে সুরের ঝংকার।
তুমি যেন বৃষ্টির প্রথম ফোঁটা,
কোমল স্পর্শে মুছে দাও সব গ্লানি, সব ব্যথা।
প্রীতি তোমায়, প্রেম তোমার,
জীবনের প্রতিটি শ্বাসে যেন তোমার নাম।
তোমার মায়ায় হারাই প্রতিদিন,
তোমার আলোয় ফুটুক জীবনের মধুর ঋণ।
উৎসর্গ : প্রিয় শালিকা প্রীতি।
মুগ্ধতায় মায়া ২ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য