যদি নির্বাচিত হই
তোমার উঠোনে ফুটবে কাশ্মিরী গোলাপ
লাল লাল পাপড়ি নিয়ে ছুঁয়ে যাবে বাতাস,
তোমার মনেও খুশির জোয়ার বইবে।
সকালের শিশির ভেজা ঘাসে
আমরা হাঁটবো হাতে হাত রেখে,
তোমার চোখের কোণে
ঝিলিক দেবে আনন্দের সূর্যোদয়।
আমাদের স্বপ্নগুলো
মেঘের উপর ঘুরে বেড়াবে,
আকাশে রঙিন হয়ে উঠবে
আমাদের ভালবাসার রং।
যদি নির্বাচিত হই
তোমার উঠোনে ফুটবে কাশ্মিরী গোলাপ,
আমাদের হৃদয়ের বাগানে
মুক্তির এক রঙিন বসন্ত।
যদি নির্বাচিত হই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান