আমি যদি মারা যাই,
তুমি কেঁদো না।
শুধু আকাশের দিকে তাকিয়ে বলো—
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
তখন দেখবে,
নক্ষত্রেরা একটু ঝলসে উঠবে,
বাতাস থমকে যাবে এক মুহূর্ত,
আর গোধূলির আলো গায়ে মেখে
একটা পাখি উড়ে যাবে দূর আকাশে।
আমি যদি চলে যাই,
তুমি শোকের কালো চাদরে নিজেকে জড়িও না।
আমার কবিতাগুলো পড়ে নিও,
যেখানে লুকিয়ে রেখেছি
তোমার জন্য হাজারো আলোর ফুল।
আমার নামে শোকসভা কোরো না,
বরং কোনো ক্ষুধার্তের হাতে এক মুঠো অন্ন দিও।
কারণ, মৃত্যু তো একটি নদী,
যার স্রোতে একদিন সবাই ভেসে যাবো।
আমি যদি হারিয়ে যাই,
শুধু আকাশের দিকে তাকিয়ে বলো—
"সবাইকে একদিন ফিরতে হয়,
সে-ও ফিরে গেলো নিজের ঠিকানায়।"