যদি সিজদায় মরন আসতো,
আমার মৃত্যু হতো সুন্দর,
মহান আল্লাহর সামনে নতজানু হয়ে,
আমি ত্যাগ করতাম এই পৃথিবী।
পাপের বোঝা নামিয়ে ফেলে,
পবিত্র আত্মায় ভরে উঠতাম,
আল্লাহর ক্ষমা প্রার্থনা করে,
আমি শান্তিতে চলে যেতাম।
কোনো আফসোস থাকতো না মনে,
কোনো দুঃখ থাকতো না চোখে,
আল্লাহর রহমতে ভরসা করে,
আমি মৃত্যুকে বরণ করতাম।
এই পৃথিবীর সকল মায়া-মমতা,
এই পৃথিবীর সকল কামনা-বাসনা,
সবকিছু ছেড়ে দিয়ে,
আমি চলে যেতাম আল্লাহর দরবারে।
আমার মৃত্যু হতো সাক্ষী,
আমার ঈমানের প্রমাণ,
আল্লাহর রাস্তায় চলার,
আমার অটুট প্রতিজ্ঞা।
যদি সিজদায় মরন আসতো,
আমার মৃত্যু হতো সুন্দর,
মহান আল্লাহর সামনে নতজানু হয়ে,
আমি ত্যাগ করতাম এই পৃথিবী।
যদি সিজদায় মরন আসতো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য