ভুল যদি ভুলেই হব,
তবে ব্যর্থতা কেন শিক্ষা?
কেন প্রতিটি পতনের পরে
তৈরি হয় নতুন দিশা?
ভুলে ভরা এ জীবনের পথ,
যেন অসংখ্য কাঁটায় আঁকা।
তবুও প্রতিটি ক্ষত বলে যায়,
জীবন তো থেমে থাকার না।
ব্যর্থতা যদি শুধুই গ্লানি,
তবে কেন মনে জাগে জিজ্ঞাসা?
কেন অন্ধকার শেষে দেখা দেয়
এক টুকরো আলোর আশা?
ভুল তো শিখায় বাঁচতে নতুন করে,
হারিয়ে পাওয়া ঠিকানা খুঁজতে।
যে বোঝে ভুলের গভীরতা,
সে পারে নতুন স্বপ্ন আঁকতে।
তাই যদি ভুলেই ভুলের পরিণতি,
তবে ব্যর্থতাকে ছুঁয়ে দেখ।
তাহলেই বুঝবে, এটাই শিক্ষা—
নতুন করে জীবন গড়ার রেখ।
ভুল যদি ভুলেই হব - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য