পরের জন্মে আমি কাশফুল হবো
সবুজ মাঠে দাঁড়িয়ে
শরতের হাওয়ায় দোল খাবো
আকাশে মেঘের পালক ছড়িয়ে।

সূর্যের আলোয় আমার কেশরা
ছায়ায় খেলা করবে
আমার ভেতরে ঝিরিঝিরি বাতাস
করুণ সুরে গান গাইবে।

আমার হাওয়ায় রংবেরঙের বেলুন দুলবে
আমার পায়ে হেঁটে যাবে শিশুরা
আমার মাঝে ঘুমিয়ে যাবে প্রেমিক যুগল
আমার স্পর্শে ছুঁয়ে যাবে প্রেম।

আমি কাশফুল, আমি শান্তি
আমি প্রকৃতির লীলা
আমি ভালোবাসা, আমি সুখ
আমি পরের জন্মের আশা।


পরের জন্মে আমি কাশফুল হবো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য