খুব জানতে ইচ্ছে করে,
আমি মানুষটা কেমন হলে,
তোমার মনের মতো হতে পারতাম।
চাঁদের আলো হয়ে ছুঁতে পারতাম কি তোমার মন,
নাকি সূর্যের তাপে পুড়ে যেতে হতো পথের শেষে?
তোমার হাসির মাঝে কি আমার হাওয়ার সুর বাজতো?
নাকি নির্জনতার ডাকে হারিয়ে যেতাম দূরের কোন দেশে?
আমি যদি রাতের আকাশ হতাম,
তোমার চোখের তারা কি হতে পারতাম?
তোমার শ্বাসের স্রোতে ভেসে যেতে চাই,
বৃথা খোঁজে চলেছি সেই উত্তরের পথ।
তবু, খুব জানতে ইচ্ছে করে,
কেমন হলে আমি তোমার মনের মতো হতে পারতাম।
খুব জানতে ইচ্ছে করে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য