নিজের ভুলেই হারাইলাম তারে,
যারে নিজের চাইতেও বেশি ভালোবাসছিলাম।
ভুলের চোরাগলিতে হারিয়ে গেলাম আমি,
আর সে দাঁড়িয়ে রইলো দূরের বাতিঘরে।
ভেবেছিলাম, সব ঠিক করে নিবো,
ভুলগুলো মুছে দেবো ভালোবাসার রঙে।
কিন্তু সময় যেন বালির ঘড়ি,
হাতে গলে পড়ে গেল মুহূর্তের তালে।
তার চোখের ভেতর জ্বলতো যে আলো,
আজ তা নিভে গেছে অভিমানের আঁধারে।
আমার প্রতিটা কথা, প্রতিটা ভুল
তার হৃদয়ে এঁকেছে বেদনার রেখা।
নিজের ভালোবাসা দিয়ে ভেবেছিলাম
ভুলগুলো ঢেকে দিতে পারবো চিরদিন।
কিন্তু ভুলে ছিলাম, ভালোবাসা একা যথেষ্ট নয়,
বিশ্বাস আর যত্নের প্রয়োজন।
তারে হারিয়ে আজ বুঝি,
ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়।
ভালোবাসা মানে ভুলের ঊর্ধ্বে উঠা,
মানা, বোঝা, আর যত্নে রাখা।
তবুও মনে রয়ে যায় সেই মুখ,
যাকে নিজের থেকেও বেশি চেয়েছিলাম।
নিজের ভুলেই হারাইলাম তারে,
যে ছিল আমার জীবন, আমার সমস্ত প্রেম।
নিজের ভুলেই হারাইলাম তারে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য