তোমার সাথে আমার দেখা হোক  
নগরে, বন্দরে, চায়ের কাপে, রেস্তোরাঁয়,  
যেখানেই হোক, তবু দেখা হোক,  
কিছু অলিখিত কথা থাক  
চোখের ভাষায়—অজানা, অচেনা কোনো বৃষ্টির স্রোতে।

একাকী কোনো সন্ধ্যায়,  
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অচেনা গাছের ছায়ায়  
তোমার ছায়ায় মিশে যাক আমার ছায়া,  
মনে হোক, এই তো দেখা হলো,  
এতদিনের অপেক্ষা, এই তো মিলন ক্ষণ।

চায়ের কাপে তোলপাড় প্রেম,  
নগরের কোলাহলে হারিয়ে যাক সব দ্বিধা,  
কিছু কথা থাক অমলিন,  
কিছু হাসি গোপনে জানানো ভালোবাসা।

তোমার সাথে আমার দেখা হোক  
বারবার, নানা অজুহাতে,  
অন্য শহরে, অন্য কোনো বন্দরে—  
যেখানেই হোক, তবু দেখা হোক।  
তোমার আমার সম্পর্কের গল্পগুলো  
লিখা থাক নতুন কোনো দিনে।  

তোমাকে দেখার আকাঙ্ক্ষা থেকে যাক আমার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য