তোমারে বোঝাইতে পারলাম না,
এই হৃদয়ের গভীরতম গোপন বাসনা।
তোমার জন্য কাঁপে প্রতিটি শিরা,
তোমায় পাওয়ার স্বপ্নে ভাসে প্রাণের তীব্র নীরা।

তোমার চোখের আলোয় গড়ে তুলি আশা,
তোমার ছোঁয়ার ইচ্ছে ছিল আমায় বাসা।
তবুও দূরত্বের দেয়াল ভাঙতে পারিনি,
তোমার পথে হেঁটে পৌঁছাতে সঙ্গ দেইনি।

তোমায় পাওয়ার বাসনা ছিল যতখানি,
ততটাই ছিল ভয়, হারানোর গাণি।
তুমি কি জানো, কতোটা ব্যথা লুকানো ছিল চোখে?
তোমার নামেই লেখা কবিতা আজও হৃদয় শোকে।

তোমারে বোঝাইতে পারলাম না যে,
এই জীবনে তোমায় চাওয়ার আকাঙ্ক্ষা কতখানি ছিল।
তবুও থেকে গেল অমীমাংসিত স্মৃতি,
তোমার নামের পাশে জ্বলজ্বলে কবিতার ইতি।