তোমারে ফুল চিনাইলাম,
রংমাখা পাপড়ির মিষ্টি গন্ধে
এক আকাশ ভালোবাসার ছোঁয়ায়।
তোমারে গোধুলী চিনাইলাম,
রক্তিম সূর্যের শেষ কিরণে
নরম আলোয় আঁকা এক স্নিগ্ধ মুহূর্ত।
তোমারে দুঃখ চিনাইলাম,
ঝরাপাতার মর্মরে,
অশ্রুতে ভেজা রাতের নির্জনতায়।
তোমার হাতে তুলে দিলাম
পৃথিবীর সব অনুভবের রং।
তবুও, চিনাইতে পারলাম না
আমার অস্তিত্বের গভীরতাটুকু।
তোমার চোখে যে আয়না দেখেছি,
সেখানে খুঁজে পাইনি আমায়।
আমি বুঝি, আমি ছিলাম শুধুই
তোমার পৃথিবী গড়ার রঙিন ছাপ।
তোমারে সব কিছু চিনাইলাম,
শুধু চিনাইতে পারলাম না—
আমারে!
চিনাইতে পারলাম না আমারে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য