মাঝে মাঝে মনে হয়,
সব পিছুটান ছেড়ে,
নিজের মতো বাঁচতে পারতাম,
নির্জন কোন পাহাড়ের কোলে,
নদীর গানের সুরে ভেসে যেতাম।

শহরের কোলাহল,
মানুষের ব্যস্ততা,
অপ্রাপ্তির দীর্ঘশ্বাস ভুলে,
এক চিলতে আকাশ খুঁজতাম,
যেখানে স্বপ্নেরা বাঁধনহারা।

কোনো দায়বদ্ধতা নয়,
কোনো শৃঙ্খল নয়,
শুধু মুক্ত বাতাসের সাহচর্যে,
আমি খুঁজতাম আমার নিজস্ব আমি,
একটা নতুন ভোরের আলোর মাঝে।

তবু জীবন টানে,
অদৃশ্য সুতোর বাঁধনে,
আমি ফিরে আসি,
চেনা সেই মুখগুলোর টানে,
ভালোবাসার নরম পরশে।

#কাব্য