অনেক চাপা কষ্টে,
ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি,
তবে আপনার মতো ভাই থাকলে,
কষ্টগুলো যেন আর আহামরি থাকে না।

জীবন সব সময় মসৃণ নয়,
ভালো-মন্দের মিশেল এই পথচলা।
তোমার সান্ত্বনার এক ফোঁটা আলোয়,
গাঢ় অন্ধকারও সয়ে যাই।

তুমি যখন পাশে থাকো,
তখন দুঃখের ভার হালকা লাগে।
হৃদয়ে জমে থাকা অশ্রুর বন্যায়
তোমার কথা হয়ে ওঠে আশ্রয়।

ভালো-খারাপ মিলিয়েই তো জীবন,
সব মেনে নিয়ে আজও আছি।
তোমার মতো একজন ভাইয়ের সাথে,
দুঃখও যেন কোনো এক রকম আনন্দ পায়।

চাপা কষ্টে তলিয়ে যেতে যেতে,
তোমার হাতের উষ্ণতা টেনে আনে ফিরে।
তাই, সব মেনে নিয়েই বেঁচে আছি,
তোমার পাশে থাকাটাই বড় প্রাপ্তি।


চাপা কষ্টে আছি তবু বেঁচে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য