মিষ্টি হাসি ছোট্ট মুখে,
হুসাইন আসে মায়ের বুকে।
নরম হাতের ছোট্ট ছোঁয়া,
তুলোর মতো গাল ছুঁয়ে যায়।
চোখের তারায় আনন্দ খেলে,
হাসির ঝর্ণা সুরে মেলে।
হুসাইন নামে খুশি বাড়ে,
প্রাণের মাঝে ভালোবাসা জাগে।
মিষ্টি সুরে ডাকে যখন,
মন ভরে যায় স্নেহের বরণ।
হুসাইন তুমি আশার আলো,
তোমার জন্য পৃথিবী ভালো।
হুসাইনের হাসি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য