তোমারে যেন খুঁজিয়া মরি
ফিরিয়াছি শতকোটি বছর,
সিন্ধু নদ হিন্দু প্রদেশ পেরিয়ে
হৃদয়ে প্রিয় তব কান্তি-উন্মাদনা!
পাথরে বাঁধা ধ্যানের মতো—
অথবা পাহাড়ের মাথায় লাল অস্ত সূর্য,
তুমি যে আমার আরাধ্য পূজার থাম
যারে ছুঁইতে পারি না; তবুও ছুঁতে চেয়ে মরি!
কভু কুঁচি আছে লোকালয় হীন
গভীর অরণ্যে, সেথা ছায়া তুমি!
কেন এই অন্তহীন পথ—
আমার অশ্রু সিক্ত মাটির প্রান্তে তুমি?
যেন বাঁধনে বাঁধা অধীর ব্যাকুল মন
শতবার ফিরে এসে, করুণ কোলাহল
তোমারি পদচিহ্নে খোঁজে নীরব অবলম্বন,
তোমারে যেন খুঁজিয়া মরি ফিরিয়াছি বারংবার!
শতকোটি বছর অপেক্ষা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য