মানবাধিকার অথবা তুমি,
দু'টির মাঝেই যেন খুঁজে পাই আমি।
তোমার চোখে মুক্তির আশা,
তোমার স্পর্শে বাঁধন ভাঙার ভাষা।
মানবতার অধিকার যদি হারিয়ে যায়,
তোমার ভালোবাসায় সব ফিরিয়ে আনা যায়।
সীমারেখায় বন্দী যত স্বপ্নগুলো মলিন,
তোমার মুখে দেখেছি মুক্তির স্ফুরণ।
অন্যায়ের প্রতিবাদে, তুমিই যে সাহস,
তোমার স্নেহে মেলে মানবতার চাহনি।
তাই তো বলি, মানবাধিকার অথবা তুমি—
তোমাতেই মেলে জীবনের প্রতিটি ঋতু, প্রতিটি প্রতিশ্রুতি।
তোমার ভালোবাসায় জাগে জীবনের অধিকার,
তোমার স্পর্শে ভাঙে সব অন্যায়ের দেওয়াল।
মানবাধিকার অথবা তুমি,
দু'টোই যেন এক অভিন্ন ছায়া, এক সত্যের দিকচিহ্ন।
মানবাধিকার অথবা তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য