মানবতার অধিকার আজ কোথায় হারালো,  
শব্দেরা নির্বাক, নীরবতা জ্বলে প্রহরে।  
শাসকের নির্দেশে সত্য মুছে যায়,  
স্বপ্নগুলো পুড়ে ছাই হয় অন্ধকারের ঘোরে।  

হৃদয়ের ভাঙা সুরে বেজে ওঠে কান্না,  
বঞ্চনার দাবিতে যেন থেমে যায় প্রাণ।  
সমাজের বাধা, নিয়মের শিকল,  
কত আর সইবে মানুষ, কত এই অসমান?  

মানুষ কি তবে জন্মায় অধিকারহীন?  
নাকি সৃষ্টির পাপে ফসিল করে রাখা হয়?  
হাত বাড়িয়ে চেয়েছি এক চিলতে আলো,  
কিন্তু দুঃখের মেঘে আজ সব কিছু ঢাকা পড়ে রয়।  

মানবাধিকার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য