আমি মানুষ না হয়ে ঘাস হতে পারতাম,  
হাওয়ার ছোঁয়ায় নুয়ে পড়তাম নীরবে,  
কারো পায়ের তলে কষ্টের ভার নিতাম  
মাটি হয়ে মিশে যেতাম ধীরে ধীরে।

আমি মানুষ না হয়ে ফুল হতে পারতাম,  
রোদ-মেঘের সাথে হাসি-কান্নায় বাঁচতাম,  
কেউ হয়তো আমাকে ছিঁড়ত, কেউবা গন্ধ নিত,  
আমি নিজের সুরভি বিলিয়ে দিতাম বিনা শর্তে।

আমি মানুষ না হয়ে পাখি হতে পারতাম,  
আকাশ ছুঁয়ে উড়তাম মুক্তির নেশায়,  
গাছের ডালে বসে গাইতাম সুরের গান,  
এক ফোঁটা মুক্তি নিয়ে ফিরতাম নীড়ে।

তবে কেনো যে আল্লাহ আমাকে মানুষ বানালেন,  
এই প্রশ্নে নিজেকে খুঁজে ফিরি রোজ।  
আমি কেনো পেলাম এই বোধ, এই প্রাণের ঘ্রাণ,  
এই অজস্র যন্ত্রণা আর সুখের সমুদ্রের ভাঁজ?

হয়তো মানুষ হয়েই পেয়েছি ভালবাসার রং,  
পেয়েছি এই পৃথিবীর শ্রেষ্ঠত্বের আকাশ।  
কিন্তু তবুও মনে প্রশ্ন জাগে প্রতিদিন,  
কেনো ঘাস, ফুল, পাখি হয়ে নয়—  
কেনো যে মানুষ হয়েই পেলাম এই জীবন?

মানুষের প্রশ্ন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য