হুনলুলু থেকে হ্যামিল্টন,
দুই মহাদেশের দূরত্ব,
কিন্তু তোমার স্মৃতি আমাকে তাড়া করে,
যতই দূরে যাই না কেন।

তোমার মুখের হাসি, তোমার চোখের চাহনি,
তোমার কথা, তোমার গল্প সবকিছুই,
আমার মনে ভেসে বেড়ায়,
নিজের অজান্তেই।

সূর্যের আলো, সমুদ্রের ঢেউ,
পাখির ডাক, গাছের পাতা,
সবকিছুতেই তোমার ছায়া দেখি,
তোমার স্মৃতি তাড়া করে আমায়।

হুনলুলুতে আমাদের প্রথম দেখা,
হ্যামিল্টনে আমাদের শেষ দেখা,
কিন্তু আমাদের ভালোবাসা চিরদিন,
আমার হৃদয়ে গেঁথে আছে।

তোমার জন্য আমি অপেক্ষা করব,
যতদিন না তুমি ফিরে আসো,
আমার জীবনে আবার তুমি ফিরে আসো,
আমার ভালোবাসা তুমি ফিরে আসো।


হুনলুলু থেকে হ্যামিল্টন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য