কত দিন তোমার সাথে আমার কথা হয়না,
কত দিন তোমার মুখ দেখিনি।
এই নীরবতা ভাঙার তীব্র ইচ্ছা,
মনে জেঁকে বসেছে যেন কাঁটা।
কথাগুলো বন্দী হয়ে আছে বুকে,
গান গাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগে।
তোমার কাছে যেতে ইচ্ছে করে,
তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে।
এই না হওয়া কথা গুলো অনেক সুন্দর,
মনের মণিকোঠায় লুকিয়ে আছে।
তোমার সাথে দেখা হলেই,
সব কথা বেরিয়ে আসবে ঝর্ণার মতো।
কত দিন তোমার সাথে হাঁটবো রাস্তায়,
কত দিন তোমার সাথে দেখবো সূর্যাস্ত।
এই অপেক্ষার যন্ত্রণা কতদিন সহ্য করবো,
জানি না কবে হবে আবার আমাদের মিলন।
কত দিন তোমার সাথে আমার কথা হয়না - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য