আমার ধুসর বিকেল কাটে
শুধু তোমায় ভেবে, অনুভুতির স্নিগ্ধ গাংচিলে।
ধুলো বালির অনুভূতি বৃষ্টিতে ভিজিয়ে দাও তুমি আমায়,
হই একাকার মনের সাথে।

বৃষ্টির বেলা, বাদলের আড়ালে
তুমি আমার হৃদয়ে সবসময় থাকো ভেবে।
সবুজ পাখির গান, শুধু তোমার নামে
আমি গোপনে প্রেমে পূর্ণ হতে চাই, এই জীবনে।

গোপনে প্রেম - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য