মায়াবতী, তোমাদের সাদে হাসনাহেনা গাছটায়
কি এখনও ফুল ফুঠে আগের মতোই?
তুমি কি বসো সেই গাছের নিচে
মাধল পাটি বিছিয়ে, নিঃশব্দে?
তোমার মন খারাপ হয়?
সেটা কি এখনও হয় কারনে অকারণে?
তুমি তো একজনকে ভালোবেসেছিলে,
কিন্তু সেই ভদ্র লোক তো মেনে নেয়নি!
তাতে তোমার যে কত কষ্ট!
সমুদ্রের ঢেউয়ের মতোই অশান্ত তুমি,
এখন কি ঠিক আছো?
ভেবেছিলাম, একদণ্ড সুখ দিব তোমায়,
কিন্তু পরিশেষে সেটাও হলো না, মায়াবতী।
মাঝে তোমার সাথে কথা হলো,
তুমি বললে, সমুদ্র বিষাদ লাগে,
হাসনাহেনাকে মাঝে মাঝে
সমুদ্র মনে হয় বলেই যাও না।
যেও তুমি হাসনাহেনা, রাতের রানী,
সুবাস ছড়াও পাগলা হাওয়ায়।
হাসনাহেনা ও সমুদ্র - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য