মিম, তোমার আজ জন্মদিন,
শুভ হোক তোমার জীবন,
সূর্যের আলোয় আলোকিত হোক,
তোমার সুন্দর দিন।

তোমার হাসিতে ঝরে ফুল,
তোমার চোখে ঝিকিমিকি তারা,
তোমার কথায় ভরে ওঠে মন,
তোমার স্পর্শে হয় সোহারা।

তোমার জন্য আজ শুভেচ্ছা,
তোমার জন্য আজ ভালোবাসা,
তোমার জন্য আজ আশীর্বাদ,
তোমার জন্য আজ আমার প্রার্থনা।

শুভ জন্মদিন মিম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
(২০২৩-১২-১০)