তোমার বক্ষ যুগলে কি সুখ প্রিয়তমা,
যেখানে আমার হৃদয় খুঁজে পায় আশ্রয়,
সেই উষ্ণ আলিঙ্গনে হারিয়ে যায়
আমার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা।
তোমার বক্ষের উষ্ণতায়,
মিশে যায় আমার সকল দুঃখ,
প্রাণ ফিরে পাই, যেন নতুন করে বাঁচি,
তোমার ভালোবাসার অগাধ সমুদ্রে।
তোমার হৃদয়ের স্পন্দনে,
মিশে থাকে আমার সমস্ত আশা,
তুমি যেন এক আশ্রয়, এক শান্তি,
যেখানে আমি খুঁজে পাই অনন্ত সুখ।
তোমার বক্ষ যুগলে কি সুখ প্রিয়তমা,
যেখানে আমার হৃদয় হারিয়ে যায়,
তোমার ভালোবাসার নীড়ে,
যেখানে শুধু আনন্দ আর সুখের বাস।
বক্ষ যুগলে সুখ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য