দেহ কি শুধু মাটি আর হাড়,
নাকি আত্মার শিকলে বাঁধা এক কারাগার?
যেখানে বসে হৃদয়ের বিচার,
তুলে ধরে অপরাধের অজস্র প্রসার।

আহা, কী গভীর এ রহস্যের খেলা,
দেহের ফাঁসি, সময়ের হাতের মেলা।
পাপের জাল, লোভের হাতছানি,
অন্তরের কোর্টে দাঁড়ায় সব জানি।

আত্মা বলে, "আমি মুক্তি চাই,"
দেহ বলে, "আমারও অবসান চাই।"
এই দ্বন্দ্বে জমে যায় নীরব সন্ধি,
কেউ জানে না কে পাবে মুক্তির বন্দি।

তবু সময় আসে, ঘড়ির কাঁটা থামে,
মৃত্যুর আদেশে দেহ শেষ নামে।
ফাঁসির দড়ি দেহটাকে টেনে নেয়,
আত্মা উড়ে যায় আলোর দেশে।

দেহের ফাঁসি—এক শূন্যতার গান,
তবু কোথাও যেন জীবনের দাম।
এ পথে যারা পা বাড়ায় নীরবে,
তারা বুঝে, দেহেরও শেষ আছে ক্ষণে।

দেহের ফাঁসি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য