জায়গায় জায়গায় ঘুষ বন্ধ হোক,
শুদ্ধতার পথে সবাই মিলে চলোক।
ন্যায়ের আলোয় পৃথিবী উজ্জ্বল হোক,
ব্যর্থ না যাক শ্রম, আশা ও মোক।
কাজে কাজে সততা, সজীবনে শ্রদ্ধা,
করোনা কোন কথা ভাঙ্গি অথবা ছাঁদা।
জায়গায় জায়গায় ঘুষ বন্ধ হোক,
সমাজ পরিবর্তনের জন্য প্রত্যাশা জাগোক।
ঘুষ বন্ধ হোক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য