ঘুমাও শাহিনুর, ঘুমাও কবি জনমের ঘুম,
চোখের পাতায় নামুক অমলিন স্বপ্নের সুধা।
আঁধারে ঢাকা দুপুর, থেমে আছে দিনের গান,
ক্লান্ত শরীরে এসে নামুক প্রশান্তির বিশ্রাম।
ঘুমাও শাহিনুর, ঘুমাও ক্লান্ত মনের ঘুম,
ভুলে যাও সব দুঃখ, সব কষ্ট, সব অজানা।
নিদ্রার কোলে এসে নামুক বিস্মৃতির আচ্ছাদন,
স্বপ্নের রাজ্যে হারিয়ে যাও, অজানার আকাশে উড়ে চল।
ঘুমাও শাহিনুর, ঘুমাও সুখের ঘুম,
মনের আকাশে ফুটুক সুখের নীল অশোক।
হাসিমুখে ঘুমিয়ে পড়ো, মধুর স্বপ্ন দেখো,
স্বপ্নের রাজ্যে খুঁজে পেতে পারো হারানো সুখ।
ঘুমাও শাহিনুর, ঘুমাও শান্তির ঘুম,
মনের কোণে জাগোক আশার নতুন সূর্য।
ঘুমের কোলে এসে নামুক ভালোবাসার স্পর্শ,
স্বপ্নের রাজ্যে খুঁজে পেতে পারো চির অমলিন প্রেম।
ঘুমাও শাহিনুর ২ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য