ঘুমাও শাহিনুর, ঘুমাও কবি জনমের ঘুম,
যে ঘুম হতে কেউ উঠে না,
চোখে চোখে স্বপ্ন রাত,
হৃদয়ে গান থেমে গেছে,
কলম থেমে গেছে হাতে,
কবিতা থেমে গেছে ঠোঁটে।
ঘুমাও শাহিনুর,
শান্তির ঘুম,
অন্তহীন ঘুম,
যে ঘুমে কষ্ট নেই,
যে ঘুমে দুঃখ নেই,
ঘুমাও শাহিনুর,
তোমার স্বপ্নের রাজ্যে,
কবিতা লেখার রাজ্যে,
যেখানে কবিতা ফোটে,
যেখানে গান গেয়ে ওঠে।
ঘুমাও শাহিনুর,
চির ঘুম,
মধুর ঘুম,
ঘুমাও শাহিনুর।
ঘুমাও শাহিনুর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য