ভালো থেকো শূন্যতা,
তোমার বুকে যত না-পাওয়া স্বপ্ন,
তারা আজ নিরব ধ্বংসস্তূপ,
তবু একদিন সেগুলোও ছিলো
উচ্ছ্বাসের জলছাপ,
ভালোবাসার অলিখিত প্রতিশ্রুতি।

তুমি ছিলে নীরব সাক্ষী,
আমার ভাঙাগড়ার গল্পে,
অপ্রাপ্তির দীর্ঘশ্বাসে,
অসহায় সন্ধ্যার বিষাদমাখা আলোয়।
তবু কি তুমি বোঝো,
তোমার বুকে ঘুমিয়ে থাকা
স্মৃতিরা কতটা ব্যথার?

শূন্যতা, তুমি আমার সঙ্গী,
তোমার বুকে রেখেছি যত না-বলা কথা,
ভালো থেকো তুমি,
যেমন ভালো থাকে পুরনো দাগ,
যেমন ভালো থাকে রাত্রির একলা তারা।

তুমি থেকো নির্বিকার,
থেকো নি:শব্দ সাক্ষী হয়ে,
আমি হারিয়ে যাবো সময়ের গহীনে,
শুধু তুমি থেকো,
আমার সমস্ত না-পাওয়ার শেষ ঠিকানায়।


ভালো থেকো শূন্যতা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য