গল্পের অবশেষে,
আমি হয়ে গেছি তারা,
ঝলমলে আকাশে,
দূরের নীলাঞ্জনে।
তুমি বুঝবে কি,
এই বিচ্ছিন্নতার ভাষা?
বুঝবে কি মহালয়ের
শূন্যতার আবেগ?
তুমি যখন আমার কাছে ছিলে,
গল্প ছিল অসীম,
কিন্তু আজ,
শুধু অবশিষ্ট স্মৃতির ঝিলিক।
তারা যেমন আকাশে
দূরত্ব বজায় রাখে,
তেমনি আমরা
আজ দুজনে আলাদা।
তবুও,
আশা রাখি আজও,
একদিন
আবার মিলিত হবো।
ততদিন
আমাদের গল্প
থাকবে তারার আলোয়
জ্বলজ্বলে,
অমলিন।
গল্পের অবশেষে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য