সূর্য ডুবে গেছে, আকাশে রক্তিম আভা,
হাওয়া মৃদু বয়ে যাচ্ছে, নদীর তীরে ঘাসের বাঁশা।
দূরের গ্রামে গান বাজনা, শিশুদের হৈ হুল্লোড়,
গোধুলী লগ্নে জেগে ওঠে বুকের ভেতর এক অদ্ভুত স্পন্দন।

তুমি আসবে বলে মনে হয়, পথের দিকে চেয়ে আছি,
হৃদয়টা ধড়ফড় করছে, তোমায় পেতে বুকটা পায়ে পড়েছে।
মনে পড়ে সেই দিন, প্রথম দেখা,
গোধুলী লগ্নেই তোমার ভালোবাসায় আমি হয়েছিলাম মুগ্ধ।

সোনালী আলোয় ঝলমল করছে তোমার চোখ,
হাসি তোমার মুখখানি করেছে আরও সুন্দর।
হাতটা ধরে তুমি বললে, "চিরদিন তোমার সাথে থাকবো",
গোধুলী লগ্নেই তোমার কথাটি হয়েছে আমার জীবনের আলো।

আজও সেই গোধুলী, আজও সেই স্মৃতি,
তোমার অপেক্ষায় বসে আছি, হৃদয়ে নেই কোন বিরক্তি।
আসবে বলে জানি, তুমি আমার স্বপ্নের মানুষ,
গোধুলী লগ্নেই তুমি হবে আমার জীবনের সঙ্গী।


গোধুলী লগ্নে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য