ফুল প্রিয় দেবী, পড় ফুলের মালা হাতে,
তোমার নীরব হাসিতে আঁকা মুগ্ধতার কথা রাতে।
ফুলে ফুলে সাজানো তোমার পায়ের নিচের পথ,
তুমি যেন প্রকৃতির একান্ত মায়ার মহল, অমলিন সতত।
তোমার হাতে ধরা প্রতিটি ফুলে থাকে জীবনের ছোঁয়া,
সেই ফুলের সুবাসে যেন মুছে যায় সকল কষ্টের ব্যথা।
তোমার মুখের হাসিতে জাগে এক অদ্ভুত স্নিগ্ধ আলো,
যেন তুমি ফুলের মালায় বেঁধে রেখেছো আকাশের ভালোবাসার পালো।
কবি চেয়ে থাকে, ফুলের ঐ সমারোহে তোমার মুখ,
তোমার হাসিতে হারিয়ে যায় তার হৃদয়ের সমস্ত দুখ।
তুমি যখন ফুলে ফুলে সাজাও তোমার অস্তিত্বের কাহিনী,
তখন কবির মনেও জাগে এক অন্যরকমের প্রেমের বাণী।
ফুলের পাঁপড়িতে তোমার স্পর্শে জেগে ওঠে নতুন প্রাণ,
তোমার ছোঁয়া যেন বেঁধে দেয় মুগ্ধতার এক অমল সুরভি ঘ্রাণ।
তুমি ফুলের দেবী, এই পৃথিবীর সমস্ত মুগ্ধতার আধার,
কবির কলমে তুমি হয়ে যাও এক অনন্ত কাব্যের প্রবাহিত ধারা।
প্রতিটি ফুলে তুমি মিশিয়ে দাও জীবনের মধুরতম সুর,
তোমার মলাটের নিচে ঢেকে থাকে পৃথিবীর সমস্ত নীরব গীতপুর।
কবি তোমায় দেখে হাসে, মুগ্ধতায় সে হারায় পথ,
তোমার ফুলের মালা হয়ে যায় তার জীবনের আলোচিত রথ।
তুমি ফুলের কন্যা, হৃদয়ের রাজ্যে তোমার নাম মুগ্ধতার দেবী,
তোমার স্পর্শে ধরা দেয় জীবনের সমস্ত স্নিগ্ধতার মেঘে ভরা সবি।
ফুলে ফুলে তুমি সাজাও এই পৃথিবীর রূপ,
কবির চোখে তুমি একমাত্র সেই মুগ্ধতার পূর্ণ রূপ।
ফুলের দেবী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য