নাই নাই নাই আমার গার্লফ্রেন্ড নাই,
গার্লফ্রেন্ড নাই আমার গার্লফ্রেন্ড নাই,
চাই চাই চাই মামা একটা গার্লফ্রেন্ড চাই,

আমি তো বলেছি বারবার নাই নাই,
তাও কি বুঝতে পারেন না মামা কেন নাই!
বয়সের সাথে এসেছে এক দরকারি সংকট,
কোথায় পাওয়া যাবে আমার ঐ স্বপ্নময়ী?

গার্লফ্রেন্ড নাই মামা গার্লফ্রেন্ড নাই,
বয়সটা গেছে বেড়ে হয়নি প্রেম।
নিব্বা নিব্বির এর মত তাই হয় না অভিনয়।
বাবু তুমি না খাইলে আমিও খাবো না!!
বাবু খাইছো? বাবু ঘুমাও।
নাই নাই নাই আমার গার্লফ্রেন্ড নাই,
গার্লফ্রেন্ড নাই আমার গার্লফ্রেন্ড নাই।

গার্লফ্রেন্ড নাই - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য

Hacker's FORUN BD🇧🇩 কমিউনিটির অনুরোধে গার্লফ্রেন্ড নাই কবিতাটি রচনা।