পৃথিবীর সব ভালোবাসা তোমার হোক,
তুমি অনিন্দ্য সুন্দর হয়ে উঠো
ভালোবাসায়,ভালো-লাগায়।

তোমার কণ্ঠ ছেঁয়ে যাক-
দূর হতে দূর দিগন্ত।

তোমাকে ছোঁয়ার তীব্র আক্ষেপ থেকে যাক আমার,
যেমন আমাবস্যায় ছেঁয়ে তাকে অন্ধকার!
তেমনি থাকুক আমার।

তুমি অনিন্দ্য সুন্দর হও,
তোমার সৃষ্টি উল্লাসে।

অন্তিম ইচ্ছে - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য