ফুল সুন্দর তুমি,
তোমার রঙের ছটা,
আকাশের নীল,
সূর্যের আলো,
একসাথে মিলে,
তোমার গায়ে রঙিন আঁকা।
ফুল সুন্দর তুমি,
তোমার গন্ধের ছড়াছড়ি,
হাওয়ায় মিশে,
পুরো প্রকৃতি,
তোমার সুবাসে,
মহক হয়ে ওঠে।
ফুল সুন্দর তুমি,
তোমার সৌন্দর্য,
মনকে মুগ্ধ করে,
জীবনকে করে,
সুন্দর ও আনন্দময়।
ফুল সুন্দর তুমি,
তোমার উপস্থিতি,
প্রকৃতিকে করে,
জীবন্ত ও প্রাণবন্ত।
ফুল সুন্দর তুমি,
তোমার স্পর্শে,
আমরা পাই,
স্নিগ্ধতা ও প্রশান্তি।
ফুল সুন্দর তুমি,
তোমার অস্তিত্ব,
প্রকৃতিকে করে,
অমূল্য ও অনন্য।
ফুল সুন্দর তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য