শুভ্রতা, স্নিগ্ধতা, মায়া,
সব ফুলেই থাকে,
এর জন্যই ফুল সুন্দর,
আর সুন্দর তুমি।
তোমার হাসি ফুলের মতো,
মন ছুঁয়ে যায়,
তোমার কথা ফুলের সুবাস,
মন ভরে ওঠে।
তোমার স্পর্শ ফুলের পাপড়ি,
নরম মৃদু,
তোমার চোখ ফুলের রঙ,
আকর্ষণীয়।
তুমি যেন ফুলের রানী,
সকলের আকর্ষণ,
তোমার মতো সুন্দরী,
পৃথিবীতে আর নেই।
ফুলের মতো তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য