বৃষ্টি এসে বলে দেয়,মেঘের আড়ালে
আমার শত চিঠি জমা-
তখন তুমি আকাশকে কি জানাবে?
যদি শব্দরা আবৃত্তি করে,তোমার ঠোঁটে
আমার লেখা কবিতা-
তখন তুমি কবি না প্রেমিক বানাবে?
ফুটন্ত হাসনাহেনা,বেলী অথবা সুবাসিত
বকুল যদি বলে দেয়-
আমার হাতে লাল গোলাপ টা এখনো জীবিত,
তখন তুমি ফুল না হৃদয় নিবে?
© মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য