বন্ধু তুই আর আমি মিলে
পাহাড়ে ঘুরতে যাবো,
উঁচু-নিচু পাহাড়ি পথ
মন খুলে হেঁটে যাবো।
সবুজ শ্যামল বনানী
চোখে পড়বে সারিবদ্ধি,
ঝর্ণার কলতানে মন
হবে ভরা আনন্দে।
পাখির কলতানে মুখরিত
হবে পাহাড়ের কোলে,
নীল আকাশের নীচে
হারিয়ে যাবো ভুলে।
রাতে তাঁবুতে ঘুমিয়ে
দেখবো তারাভরা আকাশ,
ঠান্ডা বাতাসে মন হবে
প্রশান্ত ও বিশ্বাস।
সকালে উঠে দেখবো
সূর্যোদয়ের রূপ,
পাহাড়ের চূড়ায় পৌঁছে
নতুন স্বপ্ন দেখবো।
বন্ধু তুই আর আমি মিলে
পাহাড়ে ঘুরতে যাবো,
সৃষ্টির অপার সৌন্দর্য
মন খুলে উপভোগ করবো।
বন্ধু তুই আর আমি মিলে পাহাড়ে ঘুরতে যাবো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য