বন্ধু তুমি গেলে না ফেরার দেশে,
জীবনের আলো মুছে গেল হঠাৎ এভাবে।
গতকালও যে ছিলে তুমি পাশে,
আজ শুধুই স্মৃতি ঝরে অশ্রু ভেজা আশে।

তোমার কথা, হাসি, আর স্নিগ্ধ চাহনি,
সব যেন আঁকা এক অমলিন ক্যানভাসে।
কত কথা ছিল বলার, কত গল্পের মালা,
অন্য কোথাও থাকায় হলো না দেখা শেষবারের মতো।

তুমি ছিলে এক ঝলক বাতাস,
যে হৃদয়কে জুড়িয়ে দিতো প্রতিদিন।
আজ সেই বাতাস স্তব্ধ, নিস্তব্ধ আকাশ,
তোমার স্মৃতিতে ভিজে গেছে প্রতিটি দিন।

আল্লাহর কাছে দোয়া, তুমি থাকো সুখে,
বেহেশতের ফুলে ঘেরা চিরশান্তির বুকে।
বন্ধু, তোমার স্মৃতি রবে হৃদয়ে গাঁথা,
তোমার জন্য চোখ ভেজে, তবে মেনে নেই কপাল লিখা।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তোমার জন্য শুধু দোয়া, প্রিয় আসিফ।

বন্ধু আসিফ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য