মুক্তিযুদ্ধের চেতনা, আজও কি জ্বলছে?
শোষণহীন সমাজ, কত দূরে এখনো!
বাবাদের ত্যাগ, মায়েদের বিলাপ,
সেই স্বপ্ন ভেঙে, কত অবিচারের ঝড়!
মামা-চাচার আশীর্বাদ, চাকরির মূল মন্ত্র,
যোগ্যতার মৃত্যু, অযোগ্যের রাজত্ব!
কে বলবে, এটাই কি সেই স্বাধীন বাংলা?
যেখানে প্রতিটা মানুষ, সমান অধিকারী?
ওঠ দাঁড়াও, হে বীরের বংশধর,
তোমার বুকে জ্বালো, বিপ্লবের আগুন!
মেধা ও যোগ্যতার জয়গান গাও,
অন্যায়ের বিরুদ্ধে, ঝড় তুলে দাঁড়াও!
বাতিল করো, মামা-চাচার নিয়মকানুন,
গড়ে তোলো, ন্যায়ের নতুন সূর্যোদয়!
মুক্তিযুদ্ধের চেতনা, হোক আমাদের পথপ্রদর্শক,
সোনার বাংলা গড়ে, করো আমাদের অঙ্গীকার!
একাত্ম হয়ে, এগিয়ে যাও,
বিপ্লবের পতাকা, উঁচু করে ধরে!
মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, হবেই বাস্তব,
শোষণহীন, বৈষম্যহীন,
নতুন বাংলাদেশ, হবেই আমাদের!
মুক্তিযোদ্ধার স্বপ্নের বাংলাদেশ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য